সুনামগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের আপন ভাই হাজী মোশারফ হোসেন মাসুদ আল (৫২) পিতা- মৃত আঃ রশিদ গতকাল বিকালে চাঁদাবাজী মামলায় গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইকুরাটি বাজারে শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আলামিন (৪৫) পিতা- মৃত মনজিল হক গ্রাম – সুনই, ইউপি পাইকুরাটি, বাদী হয়ে ধর্মপাশা থানায় হাজী মোশারফ হোসেন মাসুদ আলী সহ আরো ৭/৮ জন অজ্ঞাত নামা দিয়ে চাঁদাবাজী মামলাটি দায়ের করেন।
সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের প্রভাব কাটিয়ে শ্রমিক ফেডারেশন থেকে ২০১৯ সাল হইতে প্রতি মাসে ১৫০০০/ টাকা করে চাঁদা আদায় করে আসছিল মাসুদ আলী। গত ২৮/০১/২০২৪ ইং তারিখে চাঁদা দিতে অশিকার করলে ৭/৮ জনকে নিয়ে শ্রমিক ফেডারেশনের অফিসে হামলা চালিয়ে সব কিছু ভেঙে ফেলে। অকত্য ভাষায় বাদীকে গালাগালি ও হাতে থাকা দেশীয় অশ্রদিয় আগাত করতে চাইলে এজাহারের সাক্ষীগন তাকে উদ্ধার করে। এলাকার সাধারণ মানুষ তার অত্যচারে অতিষ্ট। এলাকা সাধারণ মানুষ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, হাজী মোশারফ হোসেন মাসুদ আলীর নামে চাঁদাবাজীর মামলা হয়েছে, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।