সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা যুবদল আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালি বের হয়।
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচিকে সফল করার লক্ষে ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে সকাল থেকে শত শত নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল করে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকে। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা যুবদলে আহবায়ক মোঃ শওকত আলী ব্যাপারীর সভাপতিত্ব করেন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাইফুল ইসলাম কাঞ্চন এর পরিচালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বি এন পির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, আব্দুল মোতালেব খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত, সিনিয়র সহ সভাপতি কাজী মাজহারুল হক, সহ সভাপতি আব্দুল হক, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আলমগীর কবির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিয়াকত আলী, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান ও বিভিন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।