সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান এর সভাপতিত্ব করেন।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাল মাসুদ তুষার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল রহমান, সমাজসেবা অফিসার মোঃ গিয়াসউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপজেলা প্রাণী সম্পদ অফিসার উৎপল কুমার সরকার, মহিলা বিষয়ক অফিস ফাহিমা কানম, নির্বাচন অফিসার মনজুরুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, বি আর ডিবি অফিসার শ্যামল দত্ত, এনজিও প্রতিনিধি মনিরুজ্জামান মজুমদার, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।