ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় ” প্লাস্টিক দুষন আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১ ঘটিকায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পরিষদ চত্বর গোড়ে হলরুমে এসে শেষ হয়। ১১ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ” প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনি সময় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়ের সভাপতিত্বে পরিচালনা করেন পারির সিডি কর্মকর্তা বিদ্যুৎ মাংসাং । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উৎপল চন্দ্র সরকার, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক, বেসরকারি সংস্থা কারিতাসের প্রতিনিধি এম এম আর সৌরভ, প্রমুখ।