ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা সম্মিলিত ওলামা পরিষদ এবং তৌহিদী জনতা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। ওইদিন সকাল ১১টায় উপজেলা সদরের বিজয় ২৪ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মাহমুূদ মজুমদারের পরিচালনায় বক্তব্য দেন, হাফেজ মাওলানা আজিজুর রহমান, মুফতি মুহসীন উদ্দীন, হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ, হাফেজ তাওফীক আহমাদ প্রমুখ।