সুনামগঞ্জের ধর্মপাশায় ” আগামী প্রজন্মকে সক্ষম করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার সকাল ১১ টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এর আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ধর্মপাশা।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন এর সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ আব্দুল মোতালেব। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাল মাসুদ তুষার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গিয়াস উদ্দিন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, শিক্ষক, ছাত্র ছাত্রী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।