সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন এর সভাপতিত্ব করেন। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান,উপজেলা কৃষি অফিসার আব্দুল লাল মাসুদ তুষার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল হাসান, ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক, সমাজসেবা অফিসার মোঃ গিয়াসউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব গন উপস্থিত ছিলেন।