সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরকুম আলী নামে (৯১) বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার ভোরে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের চেঙ্গাইয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুরকুম একই গ্রামের কনাই মিয়ার ছেলে।দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, ভোরে বাড়ির পাশে খড়ের ঘরের সঙ্গে সরকুমকে ঝুলতে দেখেন স্বজনরা। পরে খবর দিলে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।