সুনামগঞ্জের দোয়ারাবাজারে আল-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসবের মধ্যে ছিলো চাল, ডাল, সয়াবিন, পেয়াজ, রসুন, চানাবুট, চিনি, ময়দাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।আল-নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী আলহাজ নূরুল হকের অর্থায়নে ছোট ভাই ফয়জুল হকের তত্বাবধানে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামে তাদের নিজ বাড়িতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ২ নং ওয়ার্ড সদস্য জনাব ঈস্রাইল আলী, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম প্রমুখ।