স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবসে দৈনিক ইনফো বাংলা’র ৯ম বছরে পদার্পণ উপলক্ষ্যে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে’র আয়োজন করা হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট মহানগরীর শেখঘাটস্থ দৈনিক ইনফো বাংলা ব্যুরো অফিস প্রাঙ্গণে টুনার্মেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল টিভির সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মাহতাব উদ্দিন তালুকদার।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ইস্পাহানী টি লিমিটেড সিলেটের সিনিয়র বিভাগীয় ব্যবস্থাপক আনিছুজ্জামান পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমদ,বিশিষ্ট সমাজসেবক সাহেদ আহমদ রুবেল,আমিনুর রহমান মুক্তা, দুলাল আহমদ প্রমুখ। টুনামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন হাফিজুল ইসলাম সুমন। এ সময় উপস্থিত ছিলেন মোহনা টিভির ক্যামেরাম্যান স্বপন মালাকার শিবা,তারেক আহমদ, ইসতিয়াক আহমদ প্রীতম, আলভি আহমদসহ খেলোয়াড়বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করে দৈনিক ইনফো বাংলা’র সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া। উদ্বোধনী খেলায় সুরমা বনাম কুশিয়ারা দলের মধ্যে চমৎকার খেলা অনুষ্ঠিত হয়।