শাল্লা প্রতিনিধি:
দিরাই-শাল্লা উপজেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট শিশির মনির এর আর্থিক সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সহায়তা সামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী দিরাই শাল্লা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় দরিদ্রদের মাঝে ১৪শ প্যাকেট ঈদ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দিরাই-শাল্লার সর্বস্তরের মানুষ। ঈদ সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল,পেঁয়াজ, নুডলস, ও চিনিসহ প্রয়োজনীয় খাদ্য (ঈদ সামগ্রী) রয়েছে ফুড প্যাকগুলোতে। খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত সাধারন মানুষ।
শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের আম্বিয়া বেগম (৪৫) জানান, “আমি একজন বিধবা নারী। সংসারে উপার্জনের কেউ নেই, তাই প্রতিটি ঈদ আমাদের জন্য কষ্টের বার্তা নিয়ে আসে। এবারও ভাবছিলাম, সন্তানদের মুখে কীভাবে হাসি ফিরিয়ে আনব। এতোদিন কারো কাছ থেকে তেমন কিছুই পাইনি। কিন্তু শিশির মনিরের দেওয়া এই খাদ্যসামগ্রী আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে। চাল, ডাল, তেল-সবই পেয়েছি। আমার সন্তানরা এবার ঈদটা ভালোভাবে করতে পারবে। আল্লাহ শিশির মনিরকে নেক হায়াৎ দান করুন। তিনি যেন আরও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।”
শিশির মোহাম্মদ মনির জানান, “ঈদের আনন্দ সবার জন্য। আমি চাই, দিরাই-শাল্লার প্রত্যেকটি মানুষ সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করুক। এই জনপদের প্রতি আমার দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সমাজে ঈদ শুধু উৎসব নয়, এটি একে অপরের পাশে দাঁড়ানোর সুযোগ। আমি আশা করি, এই ফুড প্যাক তাদের ঈদের আনন্দে সামান্য হলেও স্বস্তিতে আনবে এবং ঈদের আনন্দকে পূর্ণ করবে।”