সিলেট মহানগরের পূর্ব দরগা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৮৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।রবিবার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে কোতয়ালী থানাধীন আম্বরখানাস্থ পূর্ব দরগাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র্যাব-৯।আটককৃতরা হলেন, হবিগঞ্জের নবিগঞ্জ থানার মঞ্জব আলী সঞ্জব আলীর ছলে অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার আব্দুল মোনাফের ছেলে মো. টিপু আহমদ (৪২) এবং সিলেটের কোম্পানীগঞ্জ থানার ধরনী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০)।সোমবার (৩ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব—৯ সিলেটের সহকারী পুলিশ সুপার, মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে আটক ব্যক্তিদের ও জব্দকৃত আলামত এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।