স্টাফ রিপোর্টার:
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে চুরি হওয়া সিএনজি উদ্ধার নারীসহ ৩ (তিন) জন সিএনজি চোরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুত্র জানায়, গত ১৮ জানুয়ারী সকাল অনুমান ০৯:৩০ ঘটিকা হতে বেলা অনুমান ১১.৩০ ঘটিকার মধ্যবর্তী সময় দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলাস্থ শাহজালাল (রহ:) সিএনজি পাম্প হতে নাঈম আহমেদ বিজয় (২৫) এর একটি সিএনজি গাড়ী (যার রেজিঃ নং- মৌলভীবাজার-থ-১১-০৩৭৮, চেসিস নং- AAFBJL-14253, ইঞ্জিন নং- AAMBJL-27037, মূল্য অনুমান-৩,০০,০০০/-টাকা) চুরি হয়ে যায়।
পরবর্তীতে ২০/০১/২০২৫খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকার সময় বাদী নাঈম আহমদ বিজয় ও সিএনজি ড্রাইভার ফয়জুল পুলিশের সহায়তায় কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট এলাকা হতে চুরির ঘটনায় জড়িত ১। আশিক (৪০), পিতা- মৃত নানু মিয়া, সাং-হুমায়ুনপুর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-মোমিনখলা, আমিন মিয়ার কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। রিয়া আক্তার (১৯), পিতা-মৃত দানা মিয়া, সাং-মমতাজের বাসা, রোড নং-০২, ব্লক-এইচ, শাহজালাল উপশহর, থানা-শাহপরাণ(রহ:), জেলা-সিলেটদ্বয়কে আটক করেন। তখন তারা স্বীকার করে যে, ৩। জয়নাল আহমেদ (২৯), পিতা-বিল্লাল আহমেদ, মাতা-সূর্যবান বেগম, সাং-কলদুরগ্রাম, হরিশচর বাজার, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, বর্তমানে- ফড়িংগুড়া, সাহেব বাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জনদের পরস্পর যোগসাজশে উক্ত সিএনজি’টি চুরি করেছে।
উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষিণ সুরমা থানার এসআই (নি:)/সৌমেন দাস সঙ্গীয় ফোর্সসহ বাদী নাঈম আহমদ বিজয় ও সিএনজি ড্রাইভার ফয়জুলসহ আটককৃতদের সাথে নিয়ে ২১/০১/২০২৫খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় এসএমপি সিলেট এর শাহপরাণ(রহ:) থানাধীন শাহজালাল উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত অপর আসামী জয়নাল আহমেদ (২৯) কে আটক করেন এবং চুরিকৃত সিএনজিটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন উত্তর টিলাগাঁওস্থ (৯নং সুরমা ইউ/পি) আঙ্গুর মিয়ার বাড়ীর উঠানে আছে বলে জানা যায়। ১, ২ ও ৩নং আসামী সহ গাড়ীর মালিককে সাথে নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এসআই (নি:)/সৌমেন দাস সঙ্গীয় ফোর্সসহ ২১/০১/২০২৫খ্রিঃ তারিখ ১৮.৫০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন উত্তর টিলাগাঁওস্থ (৯নং সুরমা ইউ/পি) আঙ্গুর মিয়ার বাড়ীর উঠানে অভিযান পরিচালনা করে ১, ২ ও ৩নং আসামীদের দেখানো মতে চুরি যাওয়া সিএনজিটি উদ্ধার পূর্বক উপস্থিত লোকজনদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত ঘটনায় দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৯, তারিখ-২১/০১/২০২৫খ্রি:, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিন সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।