দক্ষিণ সুরমা প্রতিনিধি: ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে অত্যাচারী সরকারের পদত্যাগ ও বাংলাদেশের পূর্ণস্বাধীনতা লাভ করায় সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও দক্ষিণ সুরমা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল ওয়াহিদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।
গত ৯ আগষ্ট শুক্রবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের স্থানীয় তেতুর তল বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য ও এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও দক্ষিণ সুরমা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল ওয়াহিদ।
দক্ষিণ সুরমা উপজেলা প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মাস্টার আক্তার হোসেনের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রিয়াদ আহমদ।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ গোলাম মোস্তফা কামাল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি মুক্তার মিয়া, শ্রমিকনেতা জমির আলী, মুরব্বী আনা মিয়া, ডাঃ মখলিছুর রহমান, নছির মিয়া, কাওছার আহমদ, সিরাজুল ইসলাম, আব্দুল মতিন মধু, মুরব্বী জমির আলী, রুনু মিয়া, শুরুক মিয়া, লতিফ খান, শাহরিয়ার আহমদ শাহরিন প্রমুখ।
এসময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহিংসতায় নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।