তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ৮টায় উপজেলার অন্যতম পর্যটনস্পট ট্যাকেরঘাট নিলাদ্রী লেকে পাড়ে রাহবার লাক্সারি হাউজবোট নামে একটি হাউজবোটে এ ঘটনা ঘটে। তবে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইস্পেক্টর আবির দাস।
আবির দাস বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হাউজবোটের জেনারেটর সিস্টেম থেকে অগ্নিকণ্ডের সূত্রপাত হয়। পুলিশ ও স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এ হাউজবোটে ১২জন যাত্রী ছিলো বলেও জানাগেছে। তবে বোর্ড মালিক বা মাঝিদের সাথে কথা বলে আরও বিস্তারিত বলতে পারবো।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি। পুলিশ সহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।