জামালগঞ্জ প্রতিনিধি:
জামালগঞ্জে যুবদের নিয়ে দিনব্যাপী সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. সামছুল হকের সভাপতিত্বে যুব উন্নয়নের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সুনামগঞ্জ সহকারী পরিচালক মোঃ জাফর ইকবাল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রনধীর দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম। বক্তব্য রাখেন, সমাজকর্মী মোঃ নূরুল হক, প্রশিক্ষিত যুব, যুব—সংগঠক ও সফল আত্মকর্মী আরিফ বাদশা, তোফাজ্জল ইসলাম আফিল মিয়া, যুব নারী মেহজাবিন পুতুলসহ অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন— দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, যুব সংগঠক তোফায়েল আহমদ, জামিরুল ইসলাম, আনিসুল ইসলাম, স্বাধীন খাঁন, তাওহীদা আক্তার, কাকলী আক্তার, সুবর্ণা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, আজকের যুবকরাই আগামীতে দেশ পরিচালনা করবে। তাদের মেধা ও শ্রম দিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করতে অগ্রনী ভুমিকা রাখছে। জুলাই—আগষ্টে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে বিতাড়িত করতে যুবক—যুবতিরাই অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। তাদের আত্মত্যাগ দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। এই যুব সমাজকে উন্নয়নমুলক কর্মকান্ডে আরও বেশী সম্পৃক্ত থাকতে হবে।