সটাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের সাথে সিলেট জেলা বার ইউনিয়নের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ব্যারিষ্টার এম বদরুদ্দোজা বাদলের সভাপতিত্বে ব্যারিষ্টার কামরুজ্জামান সেলিলেম সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জয়নুল আবেদন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিষ্টার কায়সার কামাল। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এটিএম ফয়েজ, সিলেট জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এমরান আহমদ চৌধুরী, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, অতিরিক্ত পিপি ও সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আবু তাহেরসহ সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র নেতৃবৃন্দরা। সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি’র ভরাডুবির পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি বিলুপ্ত করা হয় এবং সকল ভেদাভেদ ভুলে সিলেট জেলা বারে বিএনপিকে শক্তিশালী করতে কার্যকর কমিটি গঠন করা হবে। ###