সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের জলুরমুখ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদ আহমদ শামীমকে শোকজ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন সময় স্ট্যাটাস ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে একাধিক পোস্ট এবং বর্তমান সরকারের পক্ষে কথা বল্লে ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকির অভিযোগে তাকে শোকজ করা হয়।জানা গেছে, ফরিদ আহমদ শামীম আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে বিভিন্ন পদে থেকে রাজনীতি করেছেন। তার মধ্যে তিনি ৬ নং ফতেহপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সর্বশেষ গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত (অতিরিক্ত জেলা প্রশাসক) মো. তৌহিদুল ইসলাম বলেন, স্কুল শিক্ষক হয়ে রাজনৈতিক চর্চার কোনো সুযোগ নাই। পতিত সরকারের পক্ষে পোস্ট করায় জলুরমুখ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামীমকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।