সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার অবৈধ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে জগন্নাথপুর সেনবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদ এর নেতৃত্বে একদল সেনাবাহিনীর রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারের পাশে রানীনগর গ্রামে একটি মসজিদের পাশে অবৈধভাবে পরিচালিত একটি দেশীয় মদের দোকানে অভিযান পরিচালনা করে ২৫টি জারে রক্ষিত ৭৪০ লিটার মদ ও বিভিন্ন বোতলে রক্ষিত ৮লিটার মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মদের দোকান পরিচালনায় থাকা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিণ ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাস ও মিলন বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার অবৈধ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আটককৃতদের আগামী কাল কোর্টে প্রেরণ করা হবে।