সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবরাজ মিয়া (২২) নামের এক আরোহী নিহত হয়েছেন। তিনি ছাতক উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামের জমির আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মজিদপুর নামক এলাকায়।
স্থানীয়রা জানান, ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবরাজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।