1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেফতার ১১

জগন্নাথপুর প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে জুয়াড়িসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার মুজাহিদপুর গ্রামের মছদ্দর মিয়ার ছেলে আহাদ মিয়া, মৃত আফিজ উদ্দিনের ছেলে আমির হোসেন, রমাপতিপুর গ্রামের মৃত ইসকার উল্লার ছেলে সাহানুর, কিশোরপুর গ্রামের মৃত তছদ্দর আলীর ছেলে নজমুল ইসলাম, কুবাজপুর গ্রামের মৃত তইফ উল্লার ছেলে আহাদ মিয়া, মৃত কাছাই মিয়ার ছেলে সাইদ মিয়া, মৃত সুন্দর আলীর ছেলে মিজানুর রহমান, মৃত কনাই মিয়ার ছেলে মোঃ ছয়দুল ইসলাম, মৃত মোছাদ্দর আলীর ছেলে আলী আহমদ।
এছাড়া অন্য একটি মামলায় গ্রেফতারি পরোয়াভূক্ত পলাতক আসামী আাবুল কাশেমকে গ্রেফতার করা হয়। তিনি জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত দিলদার মিয়া ওরফে ওহাব উল্লার ছেলে ও আরেক মামলার আসামী মোঃ মিছবা আহমদকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর রৌডর গ্রামের মৃত সুরুক মিয়ার ছেলে।
জগন্নাথপুর থানা সূত্র জানান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম এর দিক—নির্দেশনায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমীন এবং ওসি (তদন্ত) মোঃ জয়নাল হোসেন এর নেতৃত্বে অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ সহ পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের ২২ জানুয়ারি বুধবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন