সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামের কৃতী সন্তান যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) এলাকার সবার প্রিয় জননেতা কয়ছর এম আহমদ দীর্ঘ একযুগ পর স্বদেশে আগমন উপলক্ষ্যে দলীয় নেতাকমীর্দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
আগামী ২২ অক্টোবর মঙ্গলবার তিনি নিজ বাড়ি ছিলিমপুর গ্রামে আসবেন। এ উপলক্ষ্যে স্থানীয় পৌর পয়েন্টে জননেতা কয়ছর এম আহমদকে নাগরিক গণসংবর্ধনা প্রদান করা হবে। এ গণসংবর্ধনা সফলের লক্ষ্যে ২০ অক্টোবর রোববার জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ—সংগঠেনর উদ্যোগে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম—সাধারন সম্পাদক অ্যাডভোকেট জিয়ার রহিম শাহিন। আগামী ২২ অক্টোবর জননেতা কয়ছর এম আহমদকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠান সফলের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া বক্তব্যে দেশে বিএনপির অবদান ও দেশের পটপরিবর্তনের পর বিএনপির বর্তমান অবস্থান সংক্রান্ত নানা বিষয় তুলে ধরা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এমএ মুকিত ও পরিচালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ। এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান, পৌর বিএনপির সভাপতি এমএ মতিন, বিএনপি নেতা তকবুর আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম—আহবায়ক জুবেদ আলী লখন প্রমূখ।
এ সময় সর্বস্তরের দলীয় নেতাকমীর্ ও গণমাধ্যম কমীর্রা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় গণসংবর্ধনাকে স্বাগত জানিয়ে পৌর শহরে বিএনপির খন্ডখন্ড আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।