জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রোরী রেজাউল করিম রিপনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। শনিবার উপজেলা জামায়াতের কর্মপরিষদের এক সভায় সর্বস্মতিক্রমে তাকে বহিস্কার করা হয়।
আজ স্থানীয় গণমাধ্যমে এ বিষয়ে দলের আমীর মো: লুৎফুর রহমান ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের যৌথ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী চিলাউড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম রিপন দীর্ঘদিন ধরে সংগঠনের আনুগত্য, দৃষ্টিভঙ্গি ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকায় দল তাকে বহিস্কার করা হলো। এরআগে গত ২৭ মে দলের কর্মপরিষদের সভায় সর্বসম্মত মোতাবেক তাকে দলের সকল পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়।
জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর (সভাপতি) মোঃ লুৎফুর রহমান বহিস্কারের সত্যতা নিশ্চিত করে বলেন,দলীয়ভাবে সর্তক করার পরও সংশোধনের চেষ্টা না করে সাংগঠনিক আনুগত্য ও শৃঙ্খলা পরিপন্ত্রী কাজে বিরত না থাকায় তাকে বহিস্কার করা হয়।
বহিষ্কৃত জামায়াতে ইসলামী নেতা রেজাউল করিম রিপন বলেন দীর্ঘ ২০বছর ছাত্ররাজনীতি থেকে শুরু করে জামায়াতের রাজনীতি করেছি,সকল আন্দলোন সংগ্রামে অগ্রনী ভূমিকা,জেল জুলুম হামলা-মামলার শিকার হয়েছি,কখনো কোন আপোষ করেনি,স্হানীয় সংগঠন প্রভাবিত হয়ে ভোটের ময়দানে গ্রহনযোগ্যতা বাড়াতে সিন্ডিকেট নেতৃত্বে ষড়যন্ত্র এরকম একটি সিদ্ধান্ত জুলুম করেছে।