1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
সিলেটের হরিপুর বাজারের ইজারা বর্হিভুত অংশ দুইপাশের অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ সুনামগঞ্জ দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া সারভেস মারাক (২৮) নামের যুবকের লাশ হস্তান্তর করছে বিজিবি-পুলিশ শ্রীমঙ্গলে পুলিশের উপর হামলার ঘটনায় ৩৮ জনের নামে মামলা দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সামাদ উদ্দিন খান সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছে তাহিরপুর উপজলার চারটি গ্রামে দুই শতাধিক মুসল্লি। দিরাই-শাল্লার এডভোকেট শিশির মনিরের পক্ষ থেকে ১৪শ হতদরিদ্র ও অসহায় মানুষকে ঈদ সামগ্রী উপহার বিতরণ শাল্লা থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন সিলেটের গোয়াইনঘাটে জাফলং কোয়ারী থেকে পাথর লুটের ঘটনায় ৩১জনকে আসামী করে পরিবেশ অধিদপ্তরের মামলা র‌্যাব-৯ সিলেটের অভিযানে ছিনতাইকারী ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আক্তারকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের শাল্লায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

‘ঘুস চাইলেই ঘুসি’

Reporter Name
  • আপডেট করা হয়েছে বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

হাওরাঞ্চল ডেস্ক:    যেকোনো বিপ্লবে ও আন্দোলনে দেয়ালচিত্র একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েছে যুগে যুগে। আন্দোলন চলাকালে দাবি, অর্জন কিংবা হারানো যা কিছু তা দেয়ালে দেয়ালে সাক্ষী হয়ে ওঠে। জার্মান প্রাচীর, মিসর বিপ্লব থেকে শুরু করে অ্যানার্কিস্ট আন্দোলনে সবসময় দেয়াল প্রতিবাদ চিত্র, ক্যালিগ্রাফি ইতিহাসের সাক্ষ্য দিয়ে এসেছে। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জের বাহুবলের দেয়াল সেই সাক্ষ্য দিচ্ছে।

বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিভিন্ন সড়কসহ দেয়ালে দেয়ালে প্রতিবাদী স্লোগান, দাবি ও প্রতিরোধের বাণী লিখেছিলেন স্কুল—কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে ক্ষোভ রাগ থেকে কিছু গালাগালও ছিল।

৫ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জনের পর শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা পরিষ্কার করার কাজে নামে ৭ আগস্ট থেকেই। দুর্বৃত্তদের চালানো ভাঙচুরের জায়গা পরিষ্কার করার পাশাপাশি দেয়াল লিখন ও মোছার কার্যক্রম যেমন চালাচ্ছেন, তেমনই নতুন করে আর্টওয়ার্ক করছেন।

সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা উপজেলার মিরপুর, বাহুবল, পুটিজুরী, ডুবাঐ বাজার, দিগম্বর বাজার, আলিফ সোবহান সরকারি কলেজ, বাহুবল কলেজ এলাকা পরিষ্কার করার কাজ শেষ করে আঁকাআঁকি চলছে।

দেয়ালে তারা লিখছেন— ঘুস চাইলেই ঘুসি, আবরার থেকে আবু সাঈদ তৈরি হচ্ছে লাখো শহিদ, এভরি জেনারেশন নিডস এ রিভোলেশনসহ বিভিন্ন ধরনের স্লোগান।

শহরটা পরিচ্ছন্ন থাকলে আমাদের নিজেদেরই লাভ উল্লেখ করে সদ্য বিশ্ববিদ্যালয়ে যুক্ত হওয়া এক শিক্ষার্থী বলেন, এই দেশটাকে ভালোবাসি আমরা। এখানে এমনকিছু দেখতে চাই না, যার কারণে বিশ্ববাসীর সামনে আমাদের মানহীনতার পরিচয় বড় হয়ে দাঁড়াবে। এই যে আমরা সব শিক্ষার্থী এক হয়ে শহরটাকে গুছানোর কাজ করছি, সেটা নিজেদের জন্যই করা।

এই দেয়ালগুলো এভাবেই থাকবে বিশ্বাস করেন তারা। বাহুবল বাজার এলাকায় এক শিক্ষার্থী বলেন, দেশটাকে ভালো করে রাখব এটা আমাদের প্রতিজ্ঞা। এসব দেয়ালে আর আগের মতো অমুক ভাই, তমুক ভাই লেখার সুযোগ নাই।

এই শিল্পকর্মের গুরুত্বের বিষয়ে জানতে চাইলে চিত্রশিল্পী মিজান বলেন, পৃথিবীতে ইতিহাস হয় অনেক। তারুণ্যের জেগে ওঠার ইতিহাস শুধু ইতিহাস হয়ে থাকে না, মানবতার সর্বকালের ইতিহাসে এর স্থান হয়, অন্যায়ের বিরুদ্ধে দুর্দমনীয় প্রতিবাদের সাহস আর প্রেরণা হিসেবে।

তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া ছাত্র আন্দোলন, আমাদের মিইয়ে যাওয়া, অনাকাঙ্ক্ষিত স্থিতি আর স্থবিরতাকে শুধু প্রশ্নবিদ্ধ নয়, চোখে আঙুল দিয়ে সত্যের মুখোমুখি করে, বিজয়ের পথে ধাবিত করেছে। বিপ্লব সব সময়েই আসে জনরোষের প্রবল উত্তাপের মধ্যে দিয়ে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক আন্দোলনে আমরা এই উত্তাপের প্রতিফলন দেখেছি, দেশের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কনের মধ্যে দিয়ে। আমি মনে করি, অনাকাঙ্ক্ষিত, আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক নয়, এমন কিছু গ্রাফিতি সংরক্ষণ জরুরি। কারণ এ দেয়াল চিত্র বা গ্রাফিতিগুলো কিন্তু আমাদের জেগে ওঠার ইতিহাসকেই মনে করিয়ে দেবে অনন্তকাল। শিল্পের বিচারেও এগুলো সংরক্ষণ জরুরি। কারণ বিপ্লবের এই উত্তাল দিনের কংক্রিটের দেয়ালের গায়ে তুলির আঁচড় বাংলাদেশের শিল্পের ইতিহাসেও গুরুত্ব বহন করবে। যেভাবে আমাদের ইতিহাসের অন্যান্য আন্দোলনের সময়কালীন শিল্পকর্মগুলো আমাদের আজও প্রেরণা জোগায়, স্বপ্ন দেখায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন