গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার সিলেটের উপ—পরিচালক সুবর্ণা সরকার।
নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপ—ধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রশাসকরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করবেন এ দায়িত্ব। দায়িত্ব পালনকালীন বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। এছাড়া প্রাপ্য হবেন না অন্য কোনো আর্থিক ও অন্যান্য সুবিধা।
সুবর্ণা সরকার বর্তমানে স্থানীয় সরকার সিলেট’র উপপরিচালক হিসেবে দায়িত্বপালন করছেন।
এর আগে সোমবার সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এক আদেশে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলসহ সারাদেশের মেয়রগণকেই অপসারণ করা হয়।