স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জের মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে স্থান পেয়েছেন সিলেট জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মুজিবুর রহমান মুজিব।
বুধবার (২৩ এপ্রিল) উপজেলার বাদেপাশা ইউনিয়নে অবস্থিত মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের এ কমিটি অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড সিলেট বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভনিংবডি ও ম্যানেজিং প্রবিধানমালা-২০২৪ এর ৬৪ ধারা অনুযায়ী। যা কমিটি ইসুর তারিখ থেকে আগামি ৬ মাস পর্যন্ত মেয়াদ থাকবে।
তিনি মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে স্থান পেয়েছেন। এ কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে স্থান পেলেন বিপ্লব চন্দ্র দাস, সদস্য সচিব (পদাধিকার) প্রধান শিক্ষক, অভিভাবক প্রতিনিধি বুরহান উদ্দিন।