গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে জাঙ্গাইল, বীরকুলী ও শিমুল মৌজার মহালশামিলের কৃষি জমি ও গোচরভূমিতে গাছপালা না লাগানোর জন্য বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী।
সোমবার (৫জুন)সকাল সাড়ে ১১ টায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে সালুটিকর টু গোয়াইনঘাট পাকা সড়কে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহিদুর রহমানের সভাপতিত্বে ও জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা তাজ উদ্দিন, সামছুউদ্দিন আল আজাদ, ইসলাম উদ্দিন,মাস্টার গিয়াস উদ্দিন,সাবেক মেম্বার আব্দুল মোনাফসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।এতে গ্রামের প্রায় হাজার খানিক মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিমুল হাওর মৌজার সাবেক দাগ নং ১৭ ও ০২ বর্তমান বিএস ৫০১ ও ০২ দাগে খাস খতিয়ানের (১) অন্তভূক্ত ৫৪৮ একর ভূমি। আমাদের পূর্ব পুরুষরা ১৯৬২ সালে আসাম গর্ভমেন্ট কোর্টে মামলা করে মহালশামিল জলকর ও গুচর ভূমি হিসেবে শিমুল হাওরে রেখে গেছেন। সেই থেকে ২০২৩ সাল পর্যন্ত কৃষি জমি আবাদ করে বোরো ধানের ফসল ফলাই ও গোচর হিসেবে ব্যবহার করে আসতেছে জাঙ্গাইল বীরকুলী গ্রামের প্রায় ১৪০০ পরিবারের প্রায় ১৩ হাজার লোকজন । বর্তমানে আমাদের আবাদ করা কৃষি ও গোচরনের ভূমিটি বন বিভাগের ৪ ধারা গেজেটে প্রস্তাব করে গাছপালা লাগিয়ে দখলে নেওয়ার চেষ্টা করতেছে ও আমাদের গরুচরণে বাধার সৃষ্টি করছেন বনবিভাগের লোকজন। আজ বাধ্য হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করছি। বক্তারা আরও বলেন,আমরা জাঙ্গাইল রাজের ও বীরকুলী গ্রামের জনসাধারণ এই জমিতে বোরো ধানের ফসল ফলাই ও গরু চরাই। আমরা এখন নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করে যাচ্ছি। আমাদের এই জনকল্যাণমুখী আন্দোলনে প্রশাসনের পক্ষে কেউ যদি সারা না দেন,তাহলে আমরা পরবর্তীতে কঠোর আন্দোলেনে যেতে বাধ্য হবো।