যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও নির্মম গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া উপজেলা ও পৌর শাখা যৌথভাবে শুক্রবার বাদ জুম্মা বড়লেখা পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করে।এতে উপজেলা তালামিযের সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আল-ইসলাহর যুগ্ম সম্পাদক মাওলানা শাহেদ আহমদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাষ্টার সামছুল ইসলাম, সাংবাদিক মস্তফা উদ্দিন,পৌর তালামিযের সভাপতি সুফিয়ান আহমদ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধ বিরতি চুক্তিভঙ্গ করে ইসরায়েলি বাহিনী গাজায় যে নৃশংসতা চালাচ্ছে তা মানবতার বিরুদ্ধে এক নির্মম হত্যাযজ্ঞ। রোজাদার নিরপরাধ মুসলিমদের নির্বিচারে হত্যাযজ্ঞের ঘটনায় গোটা দুনিয়ার শান্তিপ্রিয় মানুষ মর্মাহত। ইসরাইলের বর্বরোচিত এই হামলা থেকে নারী- শিশুরা ও রেহায় পাচ্ছে না। বক্তারা ভারতে মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতন ও গাজায় মুসলিম নিধন বন্ধে অবিলম্বে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট করে বিশ্ববাসীকে জুলুম-নির্যাতন ও নিপিড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।