সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের উদ্যোগে ও অফিসার ইনচার্জ (তদন্ত) ওয়ালী আশরাফ খানের সার্বিক তত্ত্বাবধানে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘অফিসার ইনচার্জ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন করা হয়। ৮টি টিম অংশগ্রহনের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের প্রতিযোগী সুলতানপুর ওয়ারিয়র্স বনাম শাল্লা গ্রাম একাদশ।
এসময় শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে অগ্রণী ভুমিকা পালন করে। যুবসমাজের সুন্দর ভবিষ্যৎ বিনির্মানে খেলাধুলার বিকল্প নাই বিশেষ করে মাদক সেবন অনলাইনে জুয়া আসক্তি সহ সকল প্রকার অপরাধ থেকে যুবসমাজকে বিরত রাখতেই সুস্থ বিনোদন হিসেবে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। তিনি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকারী সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অন্যদিকে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওয়ালী আশরাফ খান বলেন, খেলাধুলা মানে প্রশান্তির জায়গা। সুস্থ, সুন্দর ও সাবলীল সমাজ গঠনে খেলাধুলা অত্যাবশ্যকীয়। খেলাধুলার মাধ্যমে নেতৃত্বদানের সক্ষমতা এবং শৃঙ্খলাবোধ তৈরি হয়। খেলার মাঠে শৃংখলা ধরে রাখতে সবার দৃষ্টি আকর্ষণ করেন।
পরবর্তীতে খেলার মাঠে উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও (তদন্ত) ওয়ালী আশরাফ খান।
উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) ওয়ালী আশরাফ খান, থানার অন্যান্য পুলিশ সদস্য, খেলোয়াড়বৃন্দ সহ ক্রীড়া প্রেমী।