কোম্পানীগঞ্জ সংবাদদাতা: কোম্পানীগঞ্জে ভারতীয় নাসির বিড়িসহ আব্দুল গণি (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।সোমবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভাটরাই পূর্বপাড়া থেকে তাকে আটক করা হয়। আব্দুল গণি ওই গ্রামের মৃত রশিদ আলীর পুত্র।
জানা যায়, আব্দুল গণি ৩৫ হাজার টাকার ভারতীয় নাসির বিড়ির একটি চালান ভাটরাই গ্রামে নিজ ঘরে লুকিয়ে রেখেছে। গোপন তথ্যের ভিত্তিতে এমন সংবাদ পেয়ে উপপরিদর্শক মাসুদ আহমেদ ও সহকারী উপপরিদর্শক জিতু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করে আব্দুল গণি। কিন্তু পুলিশ চারদিক ঘেরাও করে তাকে আটক করে। পরে তার ঘরে লুকিয়ে রাখা ভারতীয় নাসির বিড়ির চালানটি জব্দ করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি তার সহযোগি পলাতক আসামির সহযোগিতায় চোরাইপথে ভারতীয় নাসির বিড়ি আমদানি করে বিক্রয়ের জন্য নিজ ঘরে রেখেছিল বলে স্বীকার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।