কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের ললিকান্দি গ্রামে ২২ফেব্রুয়ারী শনিবার ১০-৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। ঘটনার সুত্রে জানা যায় ললিকান্দি গ্রামের বাসিন্দা কৃষক আমির মিয়ার চাষের জমি পার্শ্ববর্তী উপজেলা গোয়াইনঘাটের বলগ্রামের চাঁন মিয়া (মেম্বার)ও আব্দুল হাসিমের নেতৃত্বে প্রায় ৩০০ জন লাঠিয়াল বাহিনী কোদাল ও অস্ত্র নিয়ে জমি দখলে মাটি খুঁড়ে।এসময় কৃষক আমির মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (৫০) বাঁধা প্রদানের সময় তাহাকে কিল ঘুষি লাথি মারধর ও অজ্ঞান করে পেলে চলে যায়। এলাকার মানুষের সহায়তায় তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে রাবিয়া বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, বলেন লিখিত অভিযোগ পেয়েছি
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।