কোম্পানীগঞ্জে আনসার ভিডিপির ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ’ সম্পন্ন পূর্বক সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩নং তেলিখাল ইউনিয়ন দলনেতা মোজাক্কির আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা সেলিনা বেগম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানা সদর
বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন,উপস্থিত ছিলেন,উপজেলা প্রশিক্ষক মিজানুর রহমান ও প্রশিক্ষিকা মরিয়ম বেগম। উপজেলা আনসার প্লাটুন কমান্ডার মোঃ আব্দুল হেকিম প্রমুখ।প্রধান অতিথি ৩ জন চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে স্বীকৃতিস্বরুপ পুরস্কার বিতরণ করেন। পরে সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয় এবং প্রশিক্ষণের ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রেরণ করার বিষয়ে সকলকে অবহিত করেন। উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা সেলিনা বেগম,আশাবাদ প্রকাশ করেন অংশগ্রহণকারী সকল তরুণ ভিডিপি প্রশিক্ষণার্থী স্বেচ্ছাসেবার মহানব্রত নিয়ে সেবায় আত্মনিয়োগ করে দেশের প্রয়োজনে অবদান রাখবেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইব্রাহীম হোসেন,গীতা পাঠ করেন আকাশ বিশ্বাস।