মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিষয়ে নিয়ে আপন চাচার হাতে খুন হয়েছে দুই ভাতিজি। এসময় গুরুতর আহত হয়েছে নিহতের মা।
মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঁঠালকান্দি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২) ও রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে নিজের ২ ভাতিজি মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮) কে হত্যা করেন। নিহতরা গ্রামের আবু মিয়ার কন্যা। এসময় নিহতদের মা হাজিরা বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন।
ইসলামপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের বড় বোন চাচা মাসুক আলীর বিরুদ্ধে খুনের অভিযোগ এনে বলেন, তার চাচা মাসুক আলীর কাছে তাদের বাবার পৈত্তিক সম্পত্তির ভাগ চাইলে, চাচা তাদের জমি দেখিয়ে বলেন এটা তোমাদের জমি। চাচার দেখানো জমিতে হাল চাষ করতে গেলে তার দুই বোন ও মায়ের উপর হামলা চালানো হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকান্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেছে।ঘাতক মাসুক আলীকে আটকের চেষ্টা চলছে।