1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সামাদ উদ্দিন খান সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছে তাহিরপুর উপজলার চারটি গ্রামে দুই শতাধিক মুসল্লি। দিরাই-শাল্লার এডভোকেট শিশির মনিরের পক্ষ থেকে ১৪শ হতদরিদ্র ও অসহায় মানুষকে ঈদ সামগ্রী উপহার বিতরণ শাল্লা থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন সিলেটের গোয়াইনঘাটে জাফলং কোয়ারী থেকে পাথর লুটের ঘটনায় ৩১জনকে আসামী করে পরিবেশ অধিদপ্তরের মামলা র‌্যাব-৯ সিলেটের অভিযানে ছিনতাইকারী ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আক্তারকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের শাল্লায় মহান স্বাধীনতা দিবস উদযাপন দোয়ারাবাজারে উপজেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ২৪’র ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আহত ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন-মিফতাহ্ সিদ্দিকী সিলেটের অনলাইন নিউজ পোর্টাল ‘সময় টিভি বাংলা’র ইফতার সম্পন্ন

এসএমপি ডিবি পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় চিনিসহ ৪জন আটক

Reporter Name
  • আপডেট করা হয়েছে বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সিলেট এসএমপি ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান ভারতীয় চিনি, ১টি ডিআই পিকআট ট্রাক, ১টি বড় ট্রাক ও ৪জনকে গ্রেফতার করেছে। এসএমপি মিডিয়া সুত্র জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের টিম—১ গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বস্তা ভারতীয় চিনি বোঝাই একটি ডিআইপিকআপ ট্রাকসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। শাহপরাণ (রহ.) থানাধীন শাহপরাণ (রহ.) উপ—শহর আবাসিক এলাকায় ঢুকার পথে অভিযান পরিচালনা চালিয়ে আসামী ১। মো. আলী আহমদ (৩৯), পিতা— মো. কলিম উল্লাহ, মাতা—মোছা. আছিয়া বেগম, সাং—তুরগ্রাম, ডাকঘর— লাফনাউট, থানা— গোয়াইনঘাট, জেলা— সিলেট, ২। জামিল আহমদ (২৩), পিতা— আব্দুল মালিক, সাং— ঠাকুরের মাটি, ইউনিয়ন—চিকনাগুল, থানা— জৈন্তাপুর, জেলা— সিলেটদ্বয়দেরকে ধৃত করতে সক্ষম হন। অত:পর উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ৪০ (চল্লিশ) বস্তায় ২০০০ কেজি ভারতীয় চিনি যার মূল্য অনুমান ২,৪০,০০০/—(দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা ভারতীয় চিনি এবং ০১টি ডিআই পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় ও অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে এসএমপি শাহপরান (রহঃ) থানায় এজাহার দায়ের করলে এসএমপি শাহপরাণ (রহ.) থানার মামলা নং— ১৭, তাং—১৯/১১/২০২৪ খ্রিঃ ধারা ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎ অপঃ, ১৯৭৪ এর ২৫ই(১)(ন)/২৫উ মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে । অপর দিকে বুধবার ভোর সাড়ে ৫ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের টিম—০১ টহল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসএমপি এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা—এয়ারপোর্ট রোডের খাসদবীর মদনী মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মো. রুবেল আহমদ (২০), পিতা— মো. বিলাল উদ্দিন, মাতা— মো. খাদিজা বেগম, সাং— পাতনী,রুস্তমপুর,থানা— গোয়াইনঘাট, জেলা— সিলেট, ২। সাইদুল ইসলাম (২৪), পিতা—আলী হোসেন, মাতা— খুদেজা বেগম, সাং— বিছনাকান্দি, থানা— গোয়াইনঘাট, জেলা— সিলেটদ্বয়কে ধৃত করতে সক্ষম হন। অত:পর উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ১০৫ (একশত পাঁচ) বস্তা, প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৫২৫০ (পাঁচ হাজার দুইশত পঞ্চাশ) কেজি ভারতীয় চিনি যার মূল্য অনুমান ৬,৩০,০০০/—(ছয় লক্ষ ত্রিশ হাজার) টাকার ভারতীয় চিনি এবং ০১টি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করলে এসএমপি এয়ারপোর্ট থানার মামলা নং— ১৫, তাং—২০/১১/২০২৪ খ্রিঃ ধারা ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎ অপঃ, ১৯৭৪ এর ২৫ই(১)(ন)/২৫উ মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন