ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার কৃতি সন্তান ডাঃ বিধান রঞ্জন রায়কে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা মনোনিত করায় ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনসাধারণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই হাওর বেষ্টিত ভাটি এলাকার মানুষ আজ তার মতো সূর্য সন্তান পেয়ে গর্বিত।
১৯৬৩ সালে সুনামগঞ্জের মধ্যনগর বাজারে জন্মগ্রহণ করেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবি.বিএস সম্পন্ন করেন।
২০২০ সালের ২৭ ফেব্রুয়ারী তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক হিসেবে দায়িত্বগ্রহণ করেন। এর আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মনোচিকিৎসার পাশাপাশি অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার লেখালেখির সাথেও জড়িত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সামাজিক চেতনার মনস্ত্বত্ত (২০১৬), এপিকুরস, আধুনিকতা ও আমরা (২০১৮), সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগণ (২০২০)।
ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল বলেন, ডাঃ বিধান রঞ্জন রায়কে আমি ব্যাক্তিগত ভাবে চিনি, তিনি অত্যান্ত সৎ পরিছন্ন ও মেধাবী এবং গরীব অসহায় মানুষের সেবা করতেন। আজ উনার জন্য ধর্মপাশা ও মধ্যনগরের মানুষ গর্বিত ও আনন্দিত। আমার পক্ষ থেকে দাদার জন্য অভিনন্দন ও শুভকামনা রইল।
মধ্যনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার বলেন, ডা:বিধান রঞ্জন রায় পোদ্দার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ায় আজ আমরা গর্বিত, এই উপজেলাবাসীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ।