হাওরাঞ্চলের কথা :: ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির বাবলু খান। সোমবার (২২ মে) ২ টায় সিলেট মেন্দিবাগস্থ নির্বাচন কার্যালয়ে এই মনোনয়ন ফরম জমা দেন। তিনি এই প্রথম বারের মতো ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।
মনোনয়ন ফরম জমাদানের সময় উপস্থিত ছিলেন মো: সফায়ত খান, বাপ্পা দত্ত, শফিকুর রহমান,জয়নাল শিকদার,মো: বাদল হোসেন সহ ৯ নং ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খী।
জমাদান পরবর্তী সময়ে এক প্রতিক্রিয়ায় বাবলু খান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ওয়ার্ড বাসীর প্রতি আহবান জানান।