সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ড এলাকায় অবাধে গাজা, ইয়াবা সহ মাদক ব্যবসায় জড়িত থাকায় নুরু ও সামাদ গংদের শাস্তির দাবিতে ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার সকালে বিআইডিসি এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকার সমাজসেবক মুসলিম মিয়ার সভাপতিত্বে ও তানিন আহমদ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বহর এলাকার জামাল আহমদ, সিরাজ নগর এলাকার কয়েছ আহমদ, বহর এলাকার মো: ওসমান মিয়া, আলবারকার আমিন, গুচ্ছ গ্রামের জুনেদ আহমদ, নীপবনের মুরছালিন ও শিক্ষার্থী সহ ৩৪নং ওয়ার্ডের সাধারণও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এসব মাদক ব্যবসায়ীরা বিআইডিসির মীর মহল্লায় মাদকের স্পট গড়ে তুলেছে। এ স্পটগুলোতে প্রকাশ্য মাদকদ্রব্য বিক্রি করছে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী নুরু ও সামাদ গং। বিগত সরকারের আমলে এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে নানাভাবে হয়রানি ও মিথ্যা মামলার শিকার হতে হচ্ছে এলাকার জনসাধাণরকে।
ওয়ার্ডবাসী এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রসাশন সহ সকল মহলের কাছে সাহায্য কামনা করেছেন।