হাওরাঞ্চলের কথা :: সিলেট সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে ১৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে চান মীর হ্যাল্পিং হ্যান্ড ইউ.কে এর চেয়ারম্যান মীর জসিম উদ্দিন জিলহাদ। এব্যাপারে লোহারপাড়া এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন তিনি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে নগরীর লোহারপাড়া এলাকায় নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় মীর জসিম উদ্দিন জিলহাদ বলেন, ১৭নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চাই। গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন নেতৃত্বের কোন বিকল্প নাই। আমি আপনাদের ভালবাসায় সিক্ত। তাই আগামী নির্বাচনে আপনাদের সেবা করার জন্য নির্বাচনে প্রার্থী হতে চাই। নির্বাচনে যদি জয়ী নাও হতে পারি তার পরেও আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থেকে কাজ করে যাবো।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানিক মিয়া, আলী আকবর, মসজিদ সেক্রেটারি এহিয়া খান, শফিক খান, বাচ্ছু মিয়া, মুমিন খান, ছোটন মিয়া, খুকা মিয়া, বাদশা মিয়া, কামাল মিয়া, মীর মানিক, মঈন উদ্দিন ছালেখ, সেলিম মিয়া, লায়েক খান, ইমরান খান, সাদেক খান, ইমরান খান, হেলাল খান, ফয়ছল খান, বাবলু মিয়া, জাহাঙ্গীর মিয়া, বিজয় কুমার দেবু, দিরেশ রঞ্জন ধর, হারাণ ধর, দিকুল কুমার সরকার, দিপক সরকার, লবু দাস, জোবায়ের আহমদ চৌধুরী সুমন, আব্দুল কাদির পাপ্পু, মুন্না আহমদ, সুহেল আহমদ, কামরান আহমদ, শাহজাহান, সাজেদুর রহমান পান্না, রঞ্জু দাস, আজাদ, খোকন আহমদ, সায়েম আহমদ রুকু, মকদুদ খান, মকবুল খান এমদাদ, নুরুল ইসলাম শাহজোয়ান, মোহাম্মদ শহিদ উল্লাহ, ফয়েজ আহমদ, জসিম, রাজু, সায়েম আহমদ রুকু, সাদি, সানি প্রমুখ। বিজ্ঞপ্তি