হবিগঞ্জে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণকাণ্ডে জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব—৯ সদস্যরা।
তার নাম মঈন উদ্দিন (২২)। তিনি চুনারুঘাট থানার টেকেরঘাটের মো. ইউনুছ আলীর ছেলে।
বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব—৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।র্যাব—৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মঈন উদ্দিন গত ২৮ আগস্ট চুনারুঘাট থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার (নং ১৪) ১নং আসামী। তিনি গত ২২ আগস্ট একই থানার ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত এক মাদ্রাসা ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।
তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর এবং মামলার অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় র্যাবের গণমাধ্যম শাখা।