হাওরাঞ্চলের কথা :: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ জামালকে গ্রেফতার ওকারাগারে প্রেরণের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। অবিলম্বে কারান্তরীন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আহাদ খান জামালসহ ষড়যন্ত্রমূলক মামলায় আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।
এক বিবৃতিতে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সারাদেশের ন্যায় সিলেটে ফ্যাসিস্ট সরকার গ্রেফতার নির্যাতন চালিয়ে যাচ্ছে। দলীয় কর্মসূচী পালন
শেষে সম্পূর্ণ অন্যায়ভাবে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ জামালকে আটক করে ষড়যন্ত্রমূলক গায়েবী মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের দিন ক্রমাগত ফুরিয়ে আসছে। তারা শেষ সময়ে মরণ কামড় দিতে এবং চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন নস্যাৎ করতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন করছে। স্বৈরাচারী সরকারের কোন ষড়যন্ত্রই সফল হবেনা। গ্রেফতার নির্যাতন বন্ধ করুন। আব্দুল আহাদ খান জামাল সহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।