হাওরাঞ্চলের কথা :: যারা আল্লাহর পথে ব্যয় করে, তাদের উপর একটি শস্য বীজের মতো, যা থেকে সাতটি শীষ জম্মে প্রতিটি শীষে থাকে একশত শস্য দানা। আর আল্লাহ যার জন্য ইচ্ছা বহুগুনে বৃদ্ধি করে দেন। এবারও ধারবাহিকতায় স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর উদ্যোগে নাইমা ,ফারজানা , নাজমুল , কাওছার,নাদির, মনজুর রহমান,নুরুল ইসলাম, সুলেমান আহমেদ সহ দেশ ও প্রবাসী কিছু নাম অনিচ্ছুক ভাইয়দের আর্থিক সহযোগিতায় গোয়াইনঘাট দারুল কোরআন সোনার বাংলা মাদ্রাসার হাফিজ ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
আজ ২২শে মার্চ দুপুরের গোয়াইনঘাট দারুল কোরআন সোনার বাংলা মাদ্রাসার মাদ্রাসায় বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় মাদ্রাসার প্রিন্সিপাল হাতে স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এন সাজন কোরআন শরীফ তোলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর সদস্য রুমেন আহমেদ, সুলেমান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।