সুনামগঞ্জে আরপিন নগর ফাউন্ডেশনের উদ্যোগে ও সুনামগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আমির হোসেন’র অর্থায়নে সপ্তম বারের মতো মাদ্রাসায় পড়োয়া শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
আজ (০৭ এপ্রিল) রবিবার দুপুরে সদর উপজেলার নুরুল্লা গ্রামের হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ হয়। এ সময় উপস্থিত ছিলেন সৌরভ আহমেদ, আবুল কালাম, রাব্বি, উতফল প্রমুখ।
কোরআন শরিফ বিতরণ শেষে আমির হোসেন বলেন, এই রমজান মাসে কোরআন এসেছে আমাদের কল্যাণের জন্য। কোরআন এর আলোকে নিজেকে আলোকিত করতে হবে। আল্লাহকে পাওয়ার আর ও একটি মাধ্যম হলো কোরআন দান।
কোরআন দান হলো পূণ্যের কাজ। অন্য সময়ের চেয়ে রমজানে এক পূণ্যে ৭০ থেকে ৭০০ গুণ বেশি সওয়াব। আসুন রমজানে যতটুকু সময় আছে এর প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই।