ব্যাটিলিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। শনিবার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বিওপি কর্তৃক সিলেট এবং সুনামগঞ্জ জেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৮৭০ কেজি ভারতীয় চিনি, ১ হাজার ৭১ পিস Miracle Shine & Glwo ক্রিম, ৮টি গরু, ১২০ কেজি চা—পাতা, মোটরসাইকেল, ডেরোবিন ক্রিম এবং ৪০৫ কেজি বাংলাদেশী শিং মাছ ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী বারকি নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য পঞ্চাশ লক্ষ বিরানব্বই হাজার চারশত বিশ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। তিনি বলেন আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।