সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাম্বুরা গাছের মগডাল থেকে মো:সোহাগ মিয়া(২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১৬ সেপ্টেম্বর )সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাও গ্রামে নিজ বাড়ীর আাঙ্গিনায় জাম্বুরা গাছের ডালে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ যুবকটির লাশ উদ্ধার করে।
নিহত মো:সোহাগ মিয়া(২৫) দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাও গ্রামের মোঃ ওয়াহিদ আলীর ছেলে।তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কারণ জানতে পারেনি আত্মহণনকারী মো:সোহাগ মিয়ার পরিবার। পুলিশ জানিয়েছে লাশের ময়নাতদন্তের পর জানা যাবে আত্মহত্যার কারণ। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) বদরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মো:সোহাগ মিয়া(২৫) নামের ওই যুবক ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালে ঝুলছে। গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লাশের প্রাথমিক সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে নিহতের কারণ জানা যাবে বলে জানালেন পুলিশের এ কর্মকর্তা।