হাওরাঞ্চলের কথা :: সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিএনপি নেতা আবুল কাসেমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস।
তিনি জানান, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার দুই মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আবুল কাসেমসহ বিভিন্ন নেতা-কর্মীকে গ্রেপ্তার ও হয়রানির নিন্দা জানিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছিলাম, আমাদের নেতা-কর্মীদের হয়রানি না করতে, এরপরও গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার করে আমাদের চলমান আন্দোলনকে বন্ধ করা যাবে না। ১৯ মে সিলেট নগরের রেজিস্টারি মাঠে সমাবেশ করব। সমাবেশ বন্ধ করতেই গণগ্রেপ্তার করা হচ্ছে।’
আবুল কাসেম সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি দায়িত্বে রয়েছেন জানিয়ে আবদুল কাইয়ুম বলেন, ‘প্রতিদিনই আমাদের দলের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে; রাতে গ্রেপ্তার হচ্ছেন নেতা-কর্মীরা। অনেক নেতা-কর্মী নিজেদের বাসাবাড়িতে অবস্থান করতে পারছেন না।’