1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
ধর্মপাশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্মপাশা সুনামগঞ্জের ধোপাজান বালি মহাল বন্ধ থাকায় বেকার হয়ে পড়ছে হাজারো শ্রমিক মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পরিদর্শনে আব্দুর রাজ্জাক জগন্নাথপুরে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ সিলেটের বালাগঞ্জের চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলায় ৬জনের যাবজ্জীবন দন্ডাদেশ দিয়েছে আদালত সিলেটে পিপি পদে এটিএম ফয়েজের নিয়োগ বাতিল করে এডভোকেট আশিককে নিয়োগ দিয়েছে আইনমন্ত্রনালয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন অফিস সহকারী হুসনা নারীর ক্ষমতায়নে শহীদ জিয়ার অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির জামালগঞ্জে বিএনপির কর্মী সভায় ”জয় বাংলা জয় বঙ্গ বন্ধু ” স্লোগান বহিষ্কৃত নেতার অংশ গ্রহণ পূর্ববিরোধের জেরে মুক্তিযোদ্ধা কর্তৃক ৫ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

সিলেট চেম্বার অব কমার্সের সাথে শেওলা স্থল বন্দর ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট করা হয়েছে রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
গত বুধবার থেকে সিলেট বিভাগের ১৩টি স্থল বন্দরে অতিরিক্ত শুল্ক বৃদ্ধির প্রতিবাদে সকল ধরনের আমদানী রফতানী বন্ধ করে আন্দোলন করছে স্থানীয় আমদানীকারক ব্যবসায়ীরা। তারই ধারাবাহিকতায় শেওলা স্থল বন্দরের ব্যবসায়ীরা সিলেট চেম্বার অব কমার্সের সাথে মতবিনিময় সভা করেন।
রবিবার দুপুরে সিলেট চেম্বার ভবনের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ।
এ সময় শেওলা স্থল বন্দরের ব্যবসায়ীদের নিয়ে গঠিত সমিতির আহবায়ক কমিটির আহবায়ক তাওফিক মাহমুদ চৌধুরী ও সদস্য সচিব নাজমুল ইসলাম চৌধুরী তাজিম’র নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিরা মতবিনিময় সভায় মিলিন হন।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের অপ্রত্যাশিত শুল্ক বৃদ্ধি কোন ধরনের লিখিত নির্দেশনা ছাড়াই ব্যবসায়ীদের হয়রানী করার উদ্দেশ্যে প্রতিটন পাথর ও কয়লার উপর ২ ডলার শুল্ক বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুততম সময়ের মধ্যে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে সবকগুলো পোর্টকে সচল করার দাবী জানানো হয়।
এ সময় সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ ব্যবসায়ীদের আশ্বস্থ করে জানান, বিষয়টি নিয়ে সরকারের উর্দ্ধতন মহলের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে এবং নবগঠিত শেওলা স্থল বন্দর আমদানী রফতানীকারকদের নিয়ে একটি সমিতি গঠনের আহবান জানান এবং সমিতি গঠন করা হলে স্থানীয়ভাবে যে কোন সমস্যার সমাধান করা সম্ভব হবে। সিলেট চেম্বার অব কমার্স সব সময় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে আসছে। শুল্ক বিভাগের অতি উৎসাহী কর্মকতার্রা সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য চরম মুহুর্তে অতিরিক্ত শুল্ক বাড়িয়ে ব্যবসায়ীদের আন্দোলনে যাওয়ার জন্য পরোক্ষভাবে উৎসাহ দিয়ে আসছে। অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে সকল স্থল বন্দরে ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসার সুযোগ সৃষ্টি করতে সরকারের উর্দ্ধতন মহলের সুদৃষ্টি কামনা করেন। এ সময় শেওলা স্থল বন্দরের ব্যবসায়ীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অলিন চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, মুসাদ্দিকুর রহমান, আরিফ আহমেদ চৌধুরী, হারুনুর রশিদ, শাহীন আহমদ, তাহের আহমদ, কমর উদ্দিন চৌধুরী ও জাকারিয়া আহমদ চৌধুরীসহ অন্যান্য ব্যবসায়ীরা।
##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন