1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
ধর্মপাশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্মপাশা সুনামগঞ্জের ধোপাজান বালি মহাল বন্ধ থাকায় বেকার হয়ে পড়ছে হাজারো শ্রমিক মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পরিদর্শনে আব্দুর রাজ্জাক জগন্নাথপুরে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ সিলেটের বালাগঞ্জের চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলায় ৬জনের যাবজ্জীবন দন্ডাদেশ দিয়েছে আদালত সিলেটে পিপি পদে এটিএম ফয়েজের নিয়োগ বাতিল করে এডভোকেট আশিককে নিয়োগ দিয়েছে আইনমন্ত্রনালয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন অফিস সহকারী হুসনা নারীর ক্ষমতায়নে শহীদ জিয়ার অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির জামালগঞ্জে বিএনপির কর্মী সভায় ”জয় বাংলা জয় বঙ্গ বন্ধু ” স্লোগান বহিষ্কৃত নেতার অংশ গ্রহণ পূর্ববিরোধের জেরে মুক্তিযোদ্ধা কর্তৃক ৫ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

সিলেট চেম্বার অব কমার্সের পাঁচ পরিচালকের পদত্যাগ

Reporter Name
  • আপডেট করা হয়েছে রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:  সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিসহ পাঁচ পরিচালক পদত্যাগ করেছেন। শনিবার একসাথে চারজন ও এর আগে একজন পদত্যাগ করেন। একই সাথে শারীরিক অসুস্থতার কারণে সভাপতি দায়িত্ব পালনে অপারগ হওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে একজন পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।

চলতি বছরের ২১ জানুয়ারি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। আগের কমিটির সভাপতি তাহমিন আহমদ পুণরায় সভাপতি নির্বাচিত হন। আর সিনিয়র সহসভাপতি হিসেবে এমদাদ হোসেন ও সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী নির্বাচিত হন।

পর্ষদের দায়িত্বশীলদের দাবি, ২০২৩ সালের ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। ওই সময় তিন ক্যাটাগরিতে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলে ২৩ পদে সমান সংখ্যক প্রার্থী হওয়ায় তাদেরকে ২০২৪—২৬ মেয়াদের জন্য বিজয়ী ঘোষণা করা হয়।

তবে ব্যবসায়ীদের অভিযোগ ছিল নির্বাচনের ব্যাপারে তারা কিছুই জানতেন না। গোপনে সমঝোতার এই কমিটি গঠন করা হয়েছে। প্রতিবার নির্বাচনী তফশিল সংবাদপত্রে প্রকাশ ও সদস্যদের অবগতির জন্য প্রচার করা হলেও সেই পন্থা অবলম্বন করা হয়নি। এরপর থেকে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সিলেট চেম্বারের সভাপতির পদত্যাগ ও পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি তুলেন ব্যবসায়ীরা। এ নিয়ে তারা নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠকও করেন। কিন্তু চেম্বার সভাপতি পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল থাকেন।

এদিকে, ব্যবসায়ীদের অসন্তোষের মুখে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) পরিচালক পদ থেকে পদত্যাগ করেন আলীমুল এহসান চৌধুরী। এরপর গত শনিবার সিনিয়র সহসভাপতি এমদাদ হোসেন, সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক, জহিরুল হক চৌধুরী শিরু ও খন্দকার ইশরার আহমদ রকি পদত্যাগ করেন।

তাদের পদত্যাগের পর গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে পরিচালক মুজিবুর রহমান মিন্টুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার কথা জানায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি তাহমিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগ। তাই সিনিয়র পরিচালক মুজিবুর রহমান মিন্টুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চেম্বার সভাপতি সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন