দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন পরিষদ এবং সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি—১এর প্রাক্তন চেয়ারম্যান সিলেটের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সৈয়দ মকবুল হোসেন মাখনের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নেতৃবৃন্দ।
সোমবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন ছিলেন একজন সুনামধন্য শালিশ ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে দক্ষিণ সুরমা তথা সিলেটবাসী একজন পরোপকারী ভালো মানুষকে হারালো।
নেতৃবৃন্দ মরহুম সৈয়দ মকবুল হোসেন মাখনের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, সৈয়দ মকবুল হোসেন মাখন দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শনিবার দিবাগত রাত সোয়া বারোটায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন রোববার (২৫ আগস্ট) বেলা আড়াইটায় সিলাম ইউনিয়নের রুস্তমপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।