1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে বেপরোয়া বালু সিন্ডিকেট: ঝুঁকিতে ধলাই সেতু সৎ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আমাকে সহযোগিতা করুন— এড. শিশির মনির ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামালগঞ্জে যুবদের নিয়ে দিনব্যাপী জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রশাসনের নাকের ঢগায়: ছাতকে সুনাই নদীর বালু উত্তোলনে আ’লীগ সিন্ডিকেট চক্র! দৈনিক ইনফো বাংলা ৯ম বছরে পদার্পন উপলক্ষ্যে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম করা সমালোচিত ও বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজি ইকবাল গ্রেপ্তার সিলেটে বীমা কর্মকর্তা ও সমাজসেবক বদরুজ্জামানের উপর হামলা: স্ত্রীকে শ্লিলতাহানীর অভিযোগ ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গ্রেপ্তার গণতান্ত্রিক, আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবেঃকয়েস লোদী

‘সরকারি কর্মচারীদের বেতন বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়’

স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত সিলেটে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অংশীজনের সভায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, বাজার মূল্যের সাথে সরকারি কর্মচারীদের বেতন সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য তাদের কি কি সুযোগ—সুবিধা আছে তা বিশ্লেষণ করা দরকার। পাশাপাশি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডেরও সকল আর্থিক সহায়তাসমূহের ব্যাপক প্রচার করা দরকার।

২০২৪—২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আওতায় বিভাগীয় কমিশনারের কার্যলয় ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের আয়োজনে এ সভা মঙ্গলবার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি’র সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. কে. এম আবদুল্লাহ খান।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও পরিচালক, স্থানীয় সরকার) দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন এবং অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) লিটন কুমার সাহা, বিপিএম, পিপিএম (বার)।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. কে. এম আবদুল্লাহ খান তাঁর মূল প্রবন্ধ উপস্থাপনকালে বলেন, আগে ঊর্দ্ধতন সরকারি কর্মচারীবৃন্দ কর্মচারী কল্যাণ বোর্ডের চিকিৎসার অনুদানের জন্য আবেদন করতে ভীষণ লজ্জা পেতেন। এটা লজ্জার কোন বিষয় নয়, এটা সরকারি কর্মচারীদের অধিকার। বর্তমানে সব ধরনের অনুদানের আবেদনের সংখ্যা বাড়ছে। সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসায় অনুদানসহ অন্যান্য ভাতা ও অনুদানসমূহের টাকার পরিমাণ বাড়ানোর প্রস্তাব প্রক্রিয়াধীন আছে বলে তিনি উল্লেখ করেন।

সিলেট জেলার বিভিন্ন দপ্তরের ৯ম গ্রেড হতে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অংশীজনের সভায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন