1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে বেপরোয়া বালু সিন্ডিকেট: ঝুঁকিতে ধলাই সেতু সৎ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আমাকে সহযোগিতা করুন— এড. শিশির মনির ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামালগঞ্জে যুবদের নিয়ে দিনব্যাপী জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রশাসনের নাকের ঢগায়: ছাতকে সুনাই নদীর বালু উত্তোলনে আ’লীগ সিন্ডিকেট চক্র! দৈনিক ইনফো বাংলা ৯ম বছরে পদার্পন উপলক্ষ্যে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম করা সমালোচিত ও বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজি ইকবাল গ্রেপ্তার সিলেটে বীমা কর্মকর্তা ও সমাজসেবক বদরুজ্জামানের উপর হামলা: স্ত্রীকে শ্লিলতাহানীর অভিযোগ ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গ্রেপ্তার গণতান্ত্রিক, আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবেঃকয়েস লোদী

শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জন আটক

Reporter Name
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সিলেট এসএমপি শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ৩০০ বস্তা  ভারতীয় চিনিসহ ৩ জন আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টায় আটক করা হয়। শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর তদারকিতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই(নিঃ) মোঃ আব্দুল আজিজ শাহপরাণ (রহ:) থানাধীন পীরেরবাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর ছাত্র জনতা ও  সাংবাদিক কর্তৃক ভারতীয় চিনি সন্দেহে আটক ১টি ট্রাকের বিষয়টি অবগত হয়ে কর্তৃপক্ষের নিদের্শক্রমে সোমবার সাড়ে ৯টায় বর্নিত ঘটনাস্থলে উপস্থিত হন। এসআই মোঃ আব্দুল আজিজ ঘটনাস্থলে  উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ট্রাকটি তল্লাশী করে ধৃত অভিযুক্ত ১। মোঃ রায়হান (২৫), ২। রতন আলী (৩২), ৩। মোঃ আলী হোসেন (২০) দের  হেফাজত হতে ক) ০১ (এক) টি হলুদ রংয়ের ট্রাক গাড়ি যার রেজিঃ নং— রাজ মেট্রো—ট— ১১—০৬০৪, যাহার ইঞ্জিন নং— অস্পস্ট, চেসিস নং— অস্পস্ট, বর্নিত গাড়িটির অনুমান বাজার মূল্য অনুমান—২০,০০,০০০/— (বিশ লক্ষ) টাকা , খ) বর্নিত ট্রাক এর ভিতরে বালুর নিচে থ্রিপল দিয়ে মোড়ানো ৩০০ বস্তা ভারতীয় চিনি, প্রত্যেক বস্তার গায়ে ইংরেজীতে WHTE CRYSTAL SUGAR SAHYADRI S.S.K.LTD MAHRASHTRA, COUNTRY INDIA সহ আরো অনেক ইংরেজী শব্দ লেখা আছে। প্রতি বস্তায় অনুমান ৪৯ (উনপঞ্চাশ) কেজি করে সর্বমোট ওজন (৩০০দ্ধ ৪৯)= ১৪,৭০০ (চৌদ্দ হাজার সাতশত) কেজি ভারতীয় চিনি, প্রতি কেজি চিনির আনুমানিক মূল্য ১২০ টাকা করে সর্বমোট মূল্য (১৪,৭০০দ্ধ১২০)= ১৭,৬৪,০০০/— (সতের লক্ষ চৌষট্টি হাজার) টাকা দিনের আলোতে ০৯/০৯/২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় বিধি মোতাবেক জব্দ করেন। মালামাল ও ধৃত অভিযুক্ত ব্যক্তিদের হেফাজতে গ্রহন করা হয়।  ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম ঠিকানা ১। মোঃ রায়হান (২৫), পিতা— নুরুল ইসলাম, মাতা— ছালেহা বেগম, সাং— হরিপুর, থানা— জৈয়ন্তিয়াপুর, জেলা—সিলেট, ২। রতন আলী (৩২), (ড্রাইভার) পিতা— মৃত গোলাম মোস্তফা, সাং— দারুসা, পোঃ দারুসা, থানা— পবা, জেলা—রাজশাহী, ৩। মোঃ আলী হোসেন (২০) (হেলপার), পিতা— মোঃ জসিম উদ্দিন, মাতা— সেলিনা বেগম, সাং— দালালপাড়া, পোঃ চারঘাট, থানা— কাটাখালী, জেলা— রাজশাহী বলে প্রকাশ করে। উক্ত ঘটনায় বর্ণিত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে শাহপরাণ (রঃ) থানার এফআইআর নং—৮, তারিখ— ০৯ সেপ্টেম্বর, ২০২৪; ধারা— 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি মিডিয়ার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন